ইভ্যালি নিয়ে দুদকের অনুসন্ধান এখনো প্রাথমিক পর্যায়ে
গ্রাহকের কাছ থেকে নেওয়া অগ্রিম ও মার্চেন্টের পাওনা প্রায় ৩৩৮ কোটি ৬২ লাখ টাকা ‘আত্মসাৎ ও পাচারের অভিযোগে’ ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান এখনো প্রাথমিক পর্যায়ে।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে দুদক কার্যালয়ে দুদক সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ইভ্যালি নিয়ে বিভিন্ন সংস্থা তদন্ত করছে, আমাদের কাছে বাণিজ্য মন্ত্রণালয় চিঠি দিয়েছে। ইভ্যালির যে বিষয়গুলো আমাদের এখতিয়ারে আছে, আমরা সেটা নিয়ে কাজ করবো। সেক্ষেত্রে কাজ এখনো এনকোয়ারি স্টেজে প্রাথমিকভাবে চলছে। এ বিষয়ে কমিশনে সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থা হয়নি। প্রাথমিক তদন্ত চলছে। অন্য যে সংস্থাগুলো কাজ করছে তাদের যে ফাইন্ডিংস, সেগুলো আমাদের দেখার জন্য লাগতে পারে বলে জানান তিনি।
তিনি বলেন, প্রাথমিক অনুসন্ধানের কার্যক্রম চলছে। এরই মধ্যে তথ্য-উপাত্ত চেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে অনুসন্ধান টিম।
দুদক সচিব আরও বলেন, ইভ্যালি নিয়ে শুধু আমরা কাজ করছি না। অন্যান্য সংস্থাও কাজ করছে। এক্ষেত্রে অন্যান্য সংস্থার তদন্তের অগ্রগতি বা তারা যে পদক্ষেপ নেবে, সেগুলোও আমরা অনুসন্ধানের স্বার্থে আমলে নেব। মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ কিংবা জনগণ বা রাষ্ট্রের অর্থ আত্মসাতের বিষয়টি কতটুকু হয়েছে, তা এখনো চূড়ান্ত হয়নি। আমাদের নিজস্ব অনুসন্ধান এখনো চলমান বলেও জানান তিনি।
এসএম/এআরএ/জিকেএস