বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে মেট্রো স্পিনিং
দেশের শেয়ারবাজারে গত সপ্তাহজুড়ে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে মেট্রো স্পিনিং। এ সময় কোম্পানিটির শেয়ার বিনিয়োগকারীদের কাছে পছন্দের শীর্ষ স্থানে ছিল। ফলে প্রতিষ্ঠানটির শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষ স্থানে রয়েছে।
ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসায় গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ২৭ দশমিক ২৩ শতাংশ। টাকার অঙ্কে বেড়েছে পাঁচ টাকা ২০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ২৪ টাকা ৩০ পয়সা, যা আগের সপ্তাহের শেষে ছিল ১৯ টাকা ১০ পয়সা।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত এপ্রিল মাস থেকেই কোম্পানিটির শেয়ারের দাম বাড়ছে। ১২ এপ্রিল কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ৭ টাকা ৫০ পয়সা। যা অনেকটাই টানা বেড়ে এখন ২৪ টাকা ৩০ পয়সায় উঠেছে। অর্থাৎ তিন মাসের মধ্যে প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়ে তিনগুণ ছাড়িয়ে গেছে।
শেয়ারের এমন দাম বাড়লেও কোম্পানিটি সর্বশেষ ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের মাত্র দুই শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তার আগে ২০১৯ সালে দুই শতাংশ নগদ এবং ২০১৮ সালে দুই শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয় মেট্রো স্পিনিং।
সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত নয় মাসের ব্যবসায় কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৬২ পয়সা।
এদিকে কোম্পানিটির শেয়ার বিনিয়োগকারীদের চাহিদের শীর্ষে চলে আসায় এক শ্রেণির বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানটির শেয়ার বিক্রি করে দিয়েছেন। এতে গেল সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫০ কোটি ৪৬ লাখ ৭৫ হাজার টাকা। প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ১৬ কোটি ৮২ লাখ ২৫ হাজার টাকা।
মেট্রো স্পিনিংয়ের পর গত সপ্তাহে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ছিল জেড গ্রুপের প্রতিষ্ঠান পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ২৫ দশমিক ২৯ শতাংশ। ২৫ দশমিক ২৬ শতাংশ দাম বাড়ার মাধ্যমে পরের স্থানে রয়েছে জেমিনি সি ফুড।
এছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- অলটেক্স ইন্ডাস্ট্রিজের ২৩ দশমিক ৬১ শতাংশ, সিম টেক্স ইন্ডাস্ট্রিজের ২৩ দশমিক শূন্য চার শতাংশ, ঢাকা ডাইংয়ের ২১ দশমিক ৬৬ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ২১ দশমিক ২৮ শতাংশ, গোল্ডেন হার্ভেস্টের ২১ দশমিক ১৬ শতাংশ, সিভিও পেট্রো কেমিকেলের ২০ দশমিক ৭০ শতাংশ এবং নাহি অ্যালুমেনিয়ামের ২০ দশমিক ৫৫ শতাংশ দাম বেড়েছে।
এমএএস/এমএসএম/জেএইচ/জিকেএস