২০১৫ সালে তেলের দাম আরো কমবে


প্রকাশিত: ০৪:৪২ এএম, ১৫ নভেম্বর ২০১৪

২০১৫ সালে জ্বালানি তেলের বিদ্যমান দর আরো পড়ে যাবে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা-আইইএ। আইইএ বিশ্বের ২৯টি দেশের একটি পরামর্শক সংস্থা হিসেবে পরিচিত।

সংস্থাটি বলছে, চাহিদা কমে যাওয়া এবং যুক্তরাষ্ট্রের কারণে তেলের দাম কমে যাবে। খবর বিবিসি অনলাইনের। বিবিসি বলছে, গত শুক্রবার গত চার বছরের মধ্যে সর্বনিম্ন দরে তেল বিক্রি হয়েছে। এদিন তেলের বাণিজ্যমূল ছিলো ৭৮ দশমিক ১৩ ডলার।

আইইএ বলছে, আমরা ধীরে ধীরে জ্বালানি তেলের নতুন বাজারে যাচ্ছি। যা তেলের আন্তজার্তিক বাজারে নতুন ইতিহাস করছে। নতুন করে কোন সরবরাহ সমস্যা না হওয়া এবং নিম্নমুখি দরের কারণে এটি হবে। মূল্য হ্রাস তেল ও গ্যাসের নতুন ক্ষেত্রে আবিষ্কারও দরের কারণে বাধার মধ্যে পড়তে পারে। বলছে, আইইএ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।