সপ্তাহে পিই রেশিও কমেছে ২ দশমিক ২১ শতাংশ
সপ্তাহের ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ২ দশমিক ২১ শতাংশ কমে ১৪ দশমিক ৯৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত সপ্তাহে ডিএসইতে পাঁচ কার্যদিবস লেনদেনের মধ্যে একদিন সামান্য ঊর্ধ্বমুখী হলেও বাকি চারদিন দরপতন হয়েছে। আর বাজার নেতিবাচক থাকায় সব ধরণের মূল্য সূচকের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। একই সঙ্গে হ্রাস পেয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। এতে পিই রেশিও কমে গেছে। তবে পিই রেশিও ১৫ ঘরে থাকলে বিনিয়োগ নিরাপদ বলে মনে করেন বাজার বিশ্লেষকরা।
সূত্র মতে, বর্তমানে ডিএসইর পিই রেশিও অবস্থান করছে ১৪ দশমিক ৯৯ পয়েন্টে। আগের সপ্তাহে যার অবস্থান ছিল ১৫ দশমিক ৩৩ পয়েন্ট। সে হিসেবে আলোচিত সপ্তাহে ডিএসইর পিই রেশিও কমেছে দশমিক ৩৪ পয়েন্ট বা ২ দশমিক ২১ শতাংশ।
খাতভিত্তিক পিই অবস্থান, ব্যাংক খাতের পিই অবস্থান করছে ৭ দশমিক ৭৯ পয়েন্টে, আর্থিক প্রতিষ্ঠানের ২২ দশমিক ১৭ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৯ দশমিক ৯৯ পয়েন্টে, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২৯ দশমিক ৭১ পয়েন্টে, জ্বালানী ও বিদ্যুৎ খাতের ১১ দশমিক ৫২ পয়েন্টে, পাট খাতের ১৪০ দশমিক ৫১ পয়েন্টে, বস্ত্র খাতের ১১ দশমিক শূন্য ৯ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ২৩ দশমিক শূন্য ৩ পয়েন্টে, পেপার ও প্রকাশনা খাতের ৩৬ দশমিক ২৬ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতের ১৬ দশমিক ২১ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ২১ দশমিক ৭৮ পয়েন্টে, সিমেন্ট খাতের ৩১ দশমিক শূন্য ৭ পয়েন্টে, তথ্যপ্রযুক্তি খাতের ২৭ পয়েন্টে, চামড়া খাতের ২৮ দশমিক ৫৯ পয়েন্টে, সিরামিকস খাতের ২৮ দশমিক ৬৬ পয়েন্টে, বীমা খাতের ১৮ দশমিক ৮৬ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতের ১৮ দশমিক ৩৭ পয়েন্টে এবং বিবিধ খাতের পিই রেশিও অবস্থান করছে ২৮ দশমিক ৬৬ পয়েন্ট।
এসআই/জেডএইচ/এমএস