সপ্তাহে মূলধন কমেছে ৫ হাজার ৩শ কোটি টাকা
ধারাবাহিক দরপতনে সপ্তাহজুড়ে অস্থির ছিল দেশের পুঁজিবাজার। গেল সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে একদিন কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও দরপতন হয়েছে বাকি চারদিন। এসময় সব ধরনের মূল্য সূচকের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। একই সঙ্গে সপ্তাহের ব্যবধানে দেশের প্রধান শেয়রবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন কমেছে পাঁচ হাজার ৩২৬ কোটি টাকা। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
বাজার সংশ্লিষ্টদের মতে তালিকাভুক্ত ব্যাংকগুলোর তৃতীয় প্রান্তিকের প্রকাশিত আর্থিক প্রতিবেদনে মুনাফা অনেকটা কমতে দেখা গেছে। এছাড়াও অন্যান্য কোম্পানিগুলো মুনাফার দিকে তাকিয়ে আছে বিনিয়োগকারীরা। এছাড়াও বছরের শেষ সময়ে প্রাতিষ্ঠানিক বিনিযোগকারীরা বাজারে অনেকটা নিষ্ক্রিয় রয়েছে। আর এসব করণে আস্থাহীনতায় বিনিয়োগকারীরা নতুন করে শেয়ার কিনছে না। যাদের বাজারে বিনিয়োগ রয়েছে তারাও তাদের হাতে থাকা শেয়ার বিক্রি করে বেরিয়ে যেতে চাচ্ছে। সব মিলিয়ে অস্থিরতা বিরাজ করছে শেয়ারবাজারে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, গেল সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার লেনদেন শুরুতে বাজার মূলধন ছিল ৩ লাখ ২০ হাজার ৬৪ কোটি ২৫ লাখ ১৬ হাজার ৪৬৪ টাকা এবং শেষ কার্যদিবসে বৃহস্পতিবার লেনদেন শেষে বাজার মূলধন নেমে এসেছে ৩ লাখ ১৪ হাজার ৭৩৮ কোটি ২১ লাখ ১২ হাজার ৬২৯ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন হারিয়েছে ৫ হাজার ৩২৬ কোটি ৪ লাখ টাকা বা ১ দশমিক ৬৬ শতাংশ।
সপ্তাহ শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৫৭ পয়েন্ট বা ১ দশমিক ২৪ শতাংশ। ডিএস৩০ সূচক কমেছে ৩১ পয়েন্ট বা ১ দশমিক ৭৬ শতাংশ। আর শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে ১৮ পয়েন্ট বা ১ দশমিক ৬৮ শতাংশ।
গেল সপ্তাহে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩২৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। আর লেনদেন হয়নি ৫টি কোম্পানির শেয়ার।
সপ্তাহের ব্যবধানে বাজারের সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ২ দশমিক ২১ শতাংশ কমে ১৪ দশমিক ৯৯ পয়েন্টে অবস্থান করছে।
গেল সপ্তাহে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সিএএসপিআই সূচক কমেছে ১ দশমিক ৬৭ শতাংশ। সিএসই৩০ সূচক কমেছে দশমিক ৯০ শতাংশ এবং সার্বিক সূচক সিএসইএক্স কমেছে ১ দশমিক ৬৯ শতাংশ, সিএসই৫০ সূচক কমেছে ২ দশমিক ০১ শতাংশ এবং শরীয়াহ সিএসআই সূচক কমেছে ২ দশমিক ০৭ শতাংশ।
সপ্তাহে সিএসইতে গড়ে মোট লেনদেন হয়েছে ২৭৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির। টাকার অংকে লেনদেন হয়েছে ১৫৪ কোটি ৬২ লাখ ৩৩ হাজার ৪১৭ টাকা।
এসআই/এআরএস/পিআর