৬২ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে শীর্ষে কুমিল্লা ভ্যাট কমিশনারেট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৫ পিএম, ০৪ জুলাই ২০২১

বিদায় অর্থবছরের শেষ মাসে ৬২ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে দেশে রাজস্ব আদায়ে শীর্ষে রয়েছে কুমিল্লা ভ্যাট কমিশনারেট।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীনে দেশের ১২টি ভ্যাট কমিশনারেটের মধ্যে কুমিল্লা ছাড়া আর কারও জুন মাসের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।

এর আগে গত মে মাসে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলে টানা ১০ বার সেরা হয়েছিল কুমিল্লা। এছাড়া ২০২০ সালে সেপ্টেম্বরে বছরের সেরা মাসিক ১৫৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল কুমিল্লার।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা মহামারির সময়ে এই অর্জন সম্ভব হয়েছে কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর বলিষ্ঠ নেতৃত্ব এবং সার্বক্ষণিক তদারকিতে।

উল্লেখ্য, কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং ফেনী জেলা নিয়ে গঠিত।

জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।