অক্টোবরে মূল্যস্ফীতি ৬ দশমিক ৬০ ভাগ
অক্টোবর মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি কিছুটা কমে দাড়িয়েছে ৬ দশমিক ৬০ শতাংশ। যা গত সেপ্টেম্বর মাসে ছিলো ৬ দশমিক ৮৪ শতাংশ। গড় মূল্যস্ফীতি কিছুটা কমলেও খাতওয়ারি খাদ্য মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে।
পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে এ তথ্য প্রকাশ করেন।
রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা কমিশনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি মূল্যস্ফীতি প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত অক্টোবর মাসে পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি ছিলো খাতওয়ারি খাদ্য খাতে ৭ দশমিক ১৬ শতাংশ। আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি দাড়িয়েছে ৫ দশমিক ৭৪ শতাংশ।
মূল্যস্ফীতি পর্যালোচনা করে মন্ত্রী বলেন, আন্তজার্তিক বাজার ও ভারতে মূল্যস্ফীতি কমেছে। তাই বাংলাদেশেও মূল্যস্ফীতি কমেছে। এই ধারা অব্যাহত থাকবে এবং অর্থ বছর শেষে মূল্যস্ফীতি আমাদের লক্ষ্যমাত্রার মধ্যেই থাকবে। তবে পরিধেয় বস্ত্র, পরিবহন, চিকিৎসা সেবার ব্যয় এবং ঈদের কারণে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি বেড়েছে।
গ্রামীণ পর্যায়ে অক্টোবরে মূল্যস্ফীতি ছিলো ৬ দশমিক ৪৯ শতাংশ। আর শহর পর্যায়ে ৬ দশমিক ৭৯ শতাংশ।
তথ্য মতে, গত এক বছরে গড় মূল্যস্ফীতির হার দাড়িয়েছে ৭ দশমিক ১৮ শতাংশ। যা আগের বছরের একই সময়ে ছিলো ৭ দশমিক ৪৭ শতাংশ।