৩৩১ কোটি টাকায় তিনটি যাত্রীবাহী নৌযান কিনছে বিআইডব্লিউটিসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ১৬ জুন ২০২১
ফাইল ছবি

৩৩১ কোটি ১৩ লাখ ৯৭ হাজার টাকায় তিনটি যাত্রীবাহী নৌযান কিনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। বুধবার (১৬ জুন) ভার্চুয়াল ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন সাংবাদিকদের বলেন, ‘নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন চট্টগ্রামের কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের কাছ থেকে ২৩১ কোটি ১৩ লাখ ৯৭ হাজার ৭২৬ টাকায় ৩টি প্যাসেঞ্জার ক্রুজ ভ্যাসেল (যাত্রীবাহী নৌযান) সরবরাহ ও নির্মাণ প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।’

তিনি আরও জানান, বাংলাদেশ রেলওয়ে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের (সিআরইসি) মঙ্গে স্বাক্ষরিত কর্মাশিয়াল কন্ট্রাক্টের পার্টিকুলার কন্ডিশন অব কন্ট্রাক্ট (পিসিসি) এবং পেমেন্ট সিডিউলের সাপ্লিমেন্টারি এগ্রিমেন্ট-২ তে ৯টি পিসিসি ক্লজ পরিবর্তনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

আরএমএম/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।