সুপারশপসহ ২ প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা, একটি সিলগালা
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) পৃথক দুটি অভিযানে একটি সুপারশপসহ দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এছাড়াও লাইসেন্স ছাড়া পানি বিক্রি করার অপরাধে একটি কারখানাকে সিলগালা করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুন) মহানগরের সবুজবাগ এলাকায় বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে অভিযান পরিচালনাকালে একটি সুপারশপকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সুপারশপে বিক্রিত পণ্যের মোড়কজাত সনদ না থাকায় এ জরিমানা করা হয়েছে এবং ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অপর একটি অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তারের নেতৃত্বে রমনা ও বাড্ডা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এ সময় ইস্কাটন রোডে আলহাজ্ব শামসুদ্দিন ম্যানসনে এমএফইউ ট্রেডিং কোম্পানি ছাড়পত্র গ্রহণ ব্যতীত আমদানি করা পণ্য বিক্রি করা এবং পণ্যের মোড়কে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার না করে শ্যাম্পু, স্ক্রিন ক্রিম, বডি লোশন ও টুথপেস্ট বিক্রি ও বাজারজাত করছিল। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও বাড্ডা এলাকায় হ্যাভেন ড্রিংকিং ওয়াটার নামে একটি প্রতিষ্ঠানকে সিএম লাইসেন্স গ্রহণ ছাড়া ড্রিংকিং ওয়াটার পণ্য বিক্রি ও বাজারজাত করায় কারখানাটিকে সিলগালা করা হয়।
ওই অভিযানে বিএসটিআইয়ের প্রসিকিউটিং অফিসার হিসেবে ফিল্ড অফিসার (সিএম) খালেদ হোসেন উপস্থিত ছিলেন।
এনএইচ/এআরএ/জিকেএস