খেটে খাওয়া মানুষের সমস্যা নিরসনে এই বাজেট প্রভাব রাখবে না

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ০৬ জুন ২০২১
ড. সালেহউদ্দিন আহমেদ। ফাইল ছবি

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ব্র্যাক ইউনিভার্সিটির গ্রাজুয়েট স্কুল অব ম্যানেজমেন্টের অধ্যাপক ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘এটা গতানুগতিক এক বাজেট, যা গত বছরের প্রণীত বাজেটেরই ধারাবাহিক। করোনার কারণে সৃষ্ট দারিদ্র্য বৃদ্ধি এবং খেটে খাওয়া মানুষের সমস্যা নিরসনে তেমন কোনো ইতিবাচক প্রভাব এই বাজেট রাখতে পারবে না।’

রোববার (৬ জুন) ব্র্যাক ইউনিভার্সিটির কমিউনিকেশন বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল শনিবার ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক বিজনেস অ্যান্ড ইকোনমিক্স ফোরাম ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর বাজেট পরবর্তী এক আলোচনা সভার আয়োজন করে। ‘বাজেট সংলাপ-২০২১’ শীর্ষক অনলাইন আলোচনায় এসব কথা বলেন সালেহউদ্দিন আহমেদ।

এতে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন ‘ব্যবসায়ীবান্ধব এই বাজেট ট্রিকল ডাউন ইফেক্টের যে ইতিবাচক প্রতিক্রিয়ার কথা ভেবে করা হয়েছে, এটা সেই লক্ষ্য অর্জন করতে পারবে কি-না, তাতে সন্দেহ আছে।’

পিডি/এমএসএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।