আয়কর রিটার্ন দাখিলের সময় শেষ : অভিযানে নামছে এনবিআর


প্রকাশিত: ০২:২৮ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৫

দুই মাস সময় বাড়ানোর পর ২০১৫-১৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময় গত ৩০ নভেম্বর শেষ হয়েছে। আর এ সময়ের মধ্যে যেসব করদাতা আয়কর রিটার্ন দাখিল করেননি অথবা সময় বৃদ্ধির আবেদনও করেননি তাদের বিরুদ্ধে জরিমানাসহ আইনি ব্যবস্থা নিতে অভিযানে নামছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
 
বৃহস্পতিবার এনবিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আইন অনুযায়ী রিটার্ন দাখিলের সময় সীমা উত্তীর্ণ হওয়ার পরও যারা রিটার্ন জমা করেনি বা সময় বাড়ানোর আবেদনও করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংস্থাটির মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। এনবিআর জনগণের উপর করের বোঝা না বাড়িয়ে করের আওতা বা করনেট সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য কর জরিপ কার্যক্রম জোরদার করতেও কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর ২০১৫-১৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের শেষ সময় ছিল। এ করবর্ষে আয়কর রিটার্ন জমা দিয়েছে ৮ লাখ ১৫ হাজার ৮৯৪ জন করদাতা। এ থেকে আয়কর আদায় ১ হাজার ৫৩৭ কোটি টাকা।

সময় বৃদ্ধির আবেদন করেছেন ২ লাখ ৭৬ হাজার ১৩৮ জন করদাতা। এর আগের বছর ২০১৪-১৫ করবর্ষে ৮ লাখ ৩৩ হাজার ৯০২টি আয়কর রিটার্ন জমা পড়েছিল এবং এর বিপরীতে আদায় ছিল ১ হাজার ৩৯০ কোটি টাকা। এর মধ্যে সময় বাড়ানোর আবেদন করেন ১ লাখ ৯৩ হাজার ৭২১ জন করদাতা। এই হিসেবে সময় বৃদ্ধির আবেদনসহ এবছর রিটার্ন দাখিল করেছেন মোট ১০ লাখ ৯২ হাজার ৩২ জন করদাতা। যা গত বছরের তুলনায় ৬ দশমিক ২৭ শতাংশ বেশি।

এসআই/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।