বিজিএমইএ সভাপতির সঙ্গে ব্র্যাক প্রতিনিধি দলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ৩০ মে ২০২১

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ’র নেতৃত্বে ব্র্যাকের একটি প্রতিনিধি দল বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রোববার (৩০ মে) বিজিএমইএ অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রতিনিধি দলটি বিজিএমইএ সভাপতির সঙ্গে বিজিএমইএ ও ব্র্যাকের যৌথ উদ্যোগে শিল্পের জন্য সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো, বিশেষ করে ব্র্যাকের জীবিকাভিত্তিক কর্মসূচি ও সামাজিক উদ্যোগসমূহের মাধ্যমে বিজিএমইএ সদস্যদের সুবিধা প্রদানের বিষয় নিয়ে আলোচনা করেন।

সভায় ব্র্যাক প্রতিনিধি দলের কাছে পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি তুলে ধরা হয়। বর্তমান প্রেক্ষাপটে শিল্পের প্রয়োজনে ভবিষ্যতে অগ্রাধিকার দিয়ে কোন কোন ক্ষেত্রে সহযোগিতা প্রদান করা যেতে পারে ও এ লক্ষ্যে কী কী কর্মসূচি নেয়া যেতে পারে, সে বিষয়েও আলোচনা হয়।

এ সময় বিজিএমইএ’র সহ-সভাপতি মো. শাহিদউল্লাহ আজিম, সহ-সভাপতি মিরান আলী, পরিচালক মো. মহিউদ্দিন রুবেল, মো. ইমরানুর রহমান উপস্থিত ছিলেন।

ব্র্যাকের প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাসমিয়াহ তাবাসসুম, (স্কিলস ডেভলপমেন্ট প্রোগ্রামের হেড অব স্ট্র্যাটেজি অ্যান্ড বিজনেস), জেনেফা জব্বার, (পরিচালক, হিউম্যান রাইটস লিগ্যাল এইড সার্ভিসেস, সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড সেইফগার্ডিং), প্রফেসর এম মাহবুব রহমান, (ট্রেজার অ্যান্ড ভিপি অ্যাডমিনিস্ট্রেশন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়) এবং সারাহ বিনতে মহিউদ্দিন (প্রোগ্রাম ম্যানেজার, সোশ্যাল কমপ্লায়েন্স)।

ইএআর/এমআরআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।