আঞ্জুমান মুফিদুলকে ইসলামী ব্যাংকের অনুদান


প্রকাশিত: ১২:৪১ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৫

জনকল্যাণ সংস্থা আঞ্জুমান মুফিদুল ইসলামের ভবন নির্মাণে সাড়ে তিন কোটি টাকা অনুদান দিয়েছে ইসলামী ব্যাংক। বৃহস্পতিবার রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের বোর্ড রুমে ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার আনুষ্ঠানিকভাবে আঞ্জুমান মুফিদুল ইসলামের সভাপতি ও সাবেক সচিব শামসুল হক চিশতীর কাছে অনুদানের চেকটি হস্তান্তর করেন।  
 
এসময় আঞ্জুমান মুফিদুল ইসলামের সহ-সভাপতি ও সাবেক সচিব এম. আর ওসমানী, সহ-সভাপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান, নির্বাহী পরিচালক ও সাবেক সচিব কাজী আবুল কাসেম, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ইসকান্দার আলী খান, ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ আবুল বাশার, মো. মাহবুব-উল-আলম ও আব্দুস সাদেক ভূঁইয়া, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডন্টে মো. মোশাররফ হোসাইন, মো. ইয়ানুর রহমান ও এএইচএম লতিফ উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
 
এসআই/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।