বরিশালে ৩৩১ কোটি টাকা ব্যয়ে হচ্ছে চালের সাইলো
বরিশালে ৩৩১ কোটি টাকা ব্যয়ে একটি চালের সাইলো নির্মাণ কাজের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার (১৯ মে) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। সভা শেষে অনুমোদিত ক্রয় প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আক্তার।
বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, আজকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৫তম এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ২টি এবং ক্রয় কমিটির অনুমোদনের জন্য ১০টি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। ক্রয় প্রস্তাবনাগুলোর মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ২টি, খাদ্য মন্ত্রণালয়ের ২টি, নৌপরিবহন মন্ত্রণালয়ের ২টি, বিদ্যুৎ বিভাগের ১টি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ১টি, জননিরাপত্তা বিভাগের ১টি এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের ১টি প্রস্তাবনা ছিল। ক্রয়-কমিটির অনুমোদিত ৯টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ৮ হাজার ৭৮৪ কোটি ২৮ লাখ ৪৩ হাজার ৯৩ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি হতে ব্যয় হবে ২ হাজার ৫১৮ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪৯০ টাকা এবং দেশীয় ব্যাংক ও বিশ্বব্যাংক ঋণ ৬ হাজার ২৬৫ কোটি ৯৯ লাখ ৬৩ হাজার ৬০৩ টাকা।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আক্তার সাংবাদিকদের জানান, খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদফতর কর্তৃক ‘মডার্ন ফুড স্টোরেজ ফ্যাসিলিটিজ (এমএফএসপি)’ প্রকল্পের প্যাকেজ নম্বর ডব্লিউ-২১ -এর আওতায় বরিশাল এলাকায় ১টি ‘স্টিল সাইলো ফর রাইস’ স্থাপনের কাজের প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পটি যৌথভাবে (১) কনফিডেন্স ইনফাস্ট্রাকচার লিমিটেড এবং (২) দি জিএসআই গ্রুপ এলএলসি, ইউএসএ বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ৩৩০ কোটি ৮৬ লাখ ১৫ হাজার ৮২২ টাকা।
অতিরিক্ত সচিব জানান, খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদফতর কর্তৃক ‘মডার্ন ফুড স্টোরেজ ফ্যাসিলিটিজ (এমএফএসপি)’ প্রকল্পের প্যাকেজ নম্বর জিডি-২৭ এ -এর আওতায় বাংলাদেশের সব খাদ্য গুদামে সফটওয়্যার স্থাপন, ডেটা সেন্টার স্থাপন, ইন্টারনেট কানেকশন, মনিটরিং সিস্টেম স্থাপন এবং সফটওয়্যার সংশ্লিষ্ট যন্ত্রপাতি সরবরাহ কাজের একটি প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ২৬১ কোটি ৭০ লাখ ৭৬ হাজার ৬০৯ টাকা। যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করবে (১) বেক্সিমকো কম্পিউটার্স লিমিটেড, (২) বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (৩) টেক মহিন্দ্র লিমিটেড, ইন্ডিয়া, এবং (৪) টেক ভ্যালি নেটওয়ার্কস লিমিটেড।
আইএইচআর/এমএইচআর/এএসএম