লাজ ফার্মাকে ৫ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫২ পিএম, ১৮ মে ২০২১

পণ্যের গুণগত মান সনদ/ছাড়পত্র গ্রহণ ব্যতিরেকে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করায় রাজধানীর কলাবাগনের লাজ ফার্মাকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

মঙ্গলবার (১৮ মে) বিএসটিআইয়ের একটি ভ্রাম্যমাণ আদালত একনিঅনোমিকস ব্র্যান্ডের ৩৬০ ডিগ্রি বডি স্প্রেতে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার এবং সফট ড্রিংক পাউডার, মধু, চকলেট, বেবি পাউডার, বিস্কুট, চিপস ইত্যাদি পণ্যের গুণগত মান সনদ/ছাড়পত্র না থাকায় এ জরিমানা করা হয়।

jagonews24

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা ও রাশিদা আক্তারের নেতৃত্বে এবং ডিএমপি পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআইয়ের প্রসিকিউটিং অফিসার হিসেবে ফিল্ড অফিসার (সিএম) মাজহারুল ইসলাম ও রাশেদ আল মামুন উপস্থিত ছিলেন।

এনএইচ/ইএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।