বিনিয়োগে কেউ বাধা দিতে পারবে না : অর্থমন্ত্রী


প্রকাশিত: ১০:৪৪ এএম, ১২ নভেম্বর ২০১৪

সব কিছুতেই গোলমাল পাকালেও কোনো দুর্বৃত্তপনাই বিনিয়োগে বাধা দিতে পারবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এসএমই ফাইন্যান্সিং ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে উদ্যোক্তা বাড়ছে। এ খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে। বিনিয়োগের সূচনায় যাতে বাধাগ্রস্থ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ, আমরা সব কিছুতেই গোলমাল পাকাই। তবে এই খাতে বিনিয়োগে কোনো দুর্বৃত্তপনাই বাধা দিতে পারবে না।

এসএমই ফাউন্ডেশনের সভাপতি কে এম হাবিবুল্লাহর সভাপত্বিতে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, শিল্পসচিব মোশাররফ হোসের ভুঁইয়া প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।