মেট্রো স্পিনিংয়ের শেয়ারের অস্বাভাবিক দাম
প্রায় এক মাস ধরে অনেকটা টানা বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মেট্রো স্পিনিংয়ের শেয়ার দাম। প্রতিষ্ঠানটির শেয়ারের এই দাম বৃদ্ধিকে অস্বাভাবিক বলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।
এ জন্য রোববার (৯ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে বিনিয়োগকারীদের সতর্ক করে জানানো হয়েছে- মেট্রো স্পিনিংয়ের শেয়ার দাম কারণ ছাড়াই অস্বাভাবিক বেড়েছে।
ডিএসই জানিয়েছে, মেট্রো স্পিনিংয়ের শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার কারণ জানাতে ৬ মে কোম্পানিটিকে নোটিশ পাঠানো হয়। জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ জানিয়েছে সম্প্রতি শেয়ারের যে অস্বাভাবিক দাম বেড়েছে তার জন্য কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত ১২ এপ্রিল কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ৭ টাকা ৫০ পয়সা। যা টানা বেড়ে ৬ মে লেনদেন শেষে দাঁড়ায় ১২ টাকা ১০ পয়সায়। অর্থাৎ এক মাসের কম সময়ের মধ্যে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৪ টাকা ৬০ পয়সা। এ হিসাবে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৬১ শতাংশ।
শেয়ারের এমন দাম বাড়লেও ২০০২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হাওয়া কোম্পানিটির লভ্যাংশের ইতিহাস ভালো না। সর্বশেষ ২০২০ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ শেয়ার লভ্যাংশ দিয়েছে।
এছাড়া ২০১৯ ও ২০১৭ সালেও কোম্পানিটি ২ শতাংশ করে নগদ লভ্যাংশ দেয়। আর ২০১৮ সালে লভ্যাংশ হিসেবে দেয় ২ শতাংশ বোনাস শেয়ার।
এমএএস/বিএ/জিকেএস