আয়কর বিবরণী জমা দেয়ার শেষ দিন সোমবার


প্রকাশিত: ০৪:২৬ পিএম, ২৯ নভেম্বর ২০১৫

চলতি ২০১৫-১৬ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর বিবরণী জমা দেয়ার সময় শেষ হচ্ছে আগামীকাল (সোমবার)। নতুন করে আর সময় বাড়ানো হবে না। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এদিন রাত ১০টা পর্যন্ত আয়কর অফিস খোলা থাকবে। আয়কর অধ্যাদেশ অনুযায়ী, চলতি করবর্ষে করদাতাদের আয়কর বিবরণী জমা দেয়ার শেষ দিন হল ৩০ সেপ্টেম্বর। তবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর বিবরণী জমা দেয়ার কথা থাকলেও প্রতিবছরই ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দাবির পরিপ্রেক্ষিতে শেষ মুহূর্তে এসে সময় বাড়ানো হয়।

এরই ধারাবাহিকতায় পবিত্র হজব্রত পালন, ঈদ এবং দুর্গাপূজার কারণে চলতি করবর্ষেও ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর বিবরণী জমা দেয়ার সময় দুই মাস বাড়ানো হয়। গত করবর্ষেও আয়কর বিবরণী জমা দেয়ার সময় দুই দফায় দুই মাস বাড়ানো হয়েছিল।

আয়কর অধ্যাদেশ অনুযায়ী, ই-টিআইএনধারীদের বার্ষিক রিটার্ন বা আয়কর বিবরণী জমা দেয়া বাধ্যতামূলক। আর আয়কর বিবরণী জমা না দিলে জেল ও জরিমানার বিধান রয়েছে আয়কর অধ্যাদেশে। নির্ধারিত সময়ে আয়কর বিবরণী জমা না দিলে এককালীন এক হাজার টাকা এবং পরবর্তী প্রতিদিনের জন্য বাড়তি ৫০ টাকা হারে জরিমানা করা হবে। তবে যৌক্তিক কারণ দেখিয়ে কেউ সংশ্লিষ্ট কর অঞ্চলের সহকারী কর কমিশনার বরাবর আবেদন করলে নির্ধারিত সময়ের পরও বিবরণী জমা নেয় এনবিআর।

এসএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।