জিএসপি সমস্যা সমাধানে আন্তরিক আমেরিকা


প্রকাশিত: ০৩:০৭ পিএম, ২৯ নভেম্বর ২০১৫

মার্কিন যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের সঙ্গে জিএসপি সমস্যা সমাধানের জন্য আন্তরিক বলে জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট। রোববার এক সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বার্নিকাট বলেন, অনেকের মধ্যে একটি ধারণা আছে মার্কিন সরকার রাজনৈতিক কারণে জিএসপি সুবিধা খর্ব করেছে। কিন্তু সব ব্যাপার রাজনৈতিক না। মার্কিন সরকার একটি আইনের মাধ্যমে এই ধরনের সুবিধা দিয়ে থাকে।

মার্কিন সরকার সমস্যা সমাধানের জন্য আন্তরিক আছে বলেও জানান তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সচিবালয়ে নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির সঙ্গে বৈঠকের পর বার্নিকাট এই মন্তব্য করেন।

মার্কিন সরকারের প্রতি জিএসপি সুবিধা ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, জিএসপি বাতিলের প্রধান শিকার হচ্ছেন গার্মেন্টসের নারী শ্রমিকরা।

বাংলাদেশের নারী উন্নয়নে আমেরিকার আগ্রহের জন্য মার্কিন রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান চুমকি।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।