পণ্য কেনার ৪৫ কর্মদিবসের মধ্যে মূল্য পরিশোধের সুযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৮ এএম, ২৭ এপ্রিল ২০২১

করোনাকালে বাংলাদেশের ই-কমার্সগুলো নানান ধরনের পণ্য ও গ্রোসারি আইটেম অনলাইনে বিক্রি ও ডেলিভারির মাধ্যমে ক্রেতাদের হাতে সময়মতো পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। এরই মধ্যে ই-কমার্স মার্কেটপ্লেস প্রাইম বাজার দিচ্ছে মূল্য পরে পরিশোধের সুযোগ। অন্য ই-কমার্স প্লাটফর্মগুলো যেখানে সাধারণত অগ্রিম মূল্য নিয়ে থাকে সেখানে প্রাইম বাজার ডেলিভারি পাবার পরে ৪৫ কর্মদিবসের মধ্যে মূল্য পরিশোধ করার সুযোগ দিচ্ছে।

গত ২৫ এপ্রিল থেকে শুরু হয়েছে প্রাইম বাজারের এই প্রকল্প। এর আওতায় প্রাথমিকভাবে ২০০০ পরিবারকে বিভিন্ন গ্রোসারিজ আইটেম বা খাদ্যসামগ্রী প্রদান করা হবে। প্রথমে একজন ক্রেতা প্রাইম বাজারের নিয়ম অনুসারে অর্ডার করবেন। প্রাইম বাজার তাদের ক্যাম্পেইন শেষে সকল ক্রেতার নিকট পণ্য ডেলিভারি সম্পন্ন করবে। পরবর্তীতে ৪৫ কার্যদিবসের মধ্যে একজন ক্রেতা তার সুবিধা অনুযায়ী অর্ডারকৃত পণ্যের মূল্য পরিশোধ করবেন।

বর্তমানে করোনা মহামারির সময়ে প্রায় সকল ই-কমার্স অগ্রিম মূল্য গ্রহণ করছে। সেখানে প্রাইম বাজারের প্রকল্পটি ক্রেতার নিকট আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

সম্প্রতি তাদের ফেসবুক পেজ ‘প্রাইম বাজার’ -এ একটি পোস্টে বলা হয়, ‘আমাদের এই রমজান অফারে গ্রোসারিজ সেট আইটেমের উপর অফার দেব। সেটা প্রতিটি পরিবার থেকে ১টি অর্ডার করতে পারবেন এবং ঈদের আগেই ডেলিভারি হবে ইনশাআল্লাহ। পেমেন্ট তারা পণ্য বুঝে পাওয়ার পরে ৪৫ কর্মদিবসের মধ্যে ইচ্ছেমতো সময়ে করতে পারবেন।’

প্রাইম বাজারের একজন কর্মকর্তা নাফিস ইকবাল আরও জানান, যদি তারা এই প্রকল্পে সফল হন তবে ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি আরও আসবে। কাস্টমার যেমন তাদের প্রতি আস্থা রেখে অগ্রিম টাকা প্রদান করে তেমনি তারাও কাস্টমারের প্রতি আস্থা রাখতে চান টাকা পাওয়ার পূর্বেই পণ্য সরবরাহ করে।

এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।