১০ ও ৫০ টাকার প্রাইজবন্ড প্রত্যাহার


প্রকাশিত: ১২:৪৩ পিএম, ১১ নভেম্বর ২০১৪

অবশেষে বাজার থেকে প্রত্যাহার হয়ে যাচ্ছে ১০ টাকা ও ৫০ টাকা মূল্যের প্রাইজবন্ড। আগামী ৩১ জানুয়ারির পর থেকে এসব প্রাইজবন্ড আর নগদায়ন করা যাবে না।

বাংলাদেশ ব্যাংক তফসিলি ব্যাংকগুলোকে এক আদেশে এ কথা জানিয়ে দিয়েছে। মঙ্গলবার আদেশটি জারি করা হয়েছে বলে সূত্র জানিয়ে।

সূত্র বলছে, আগামী ২০১৫ সালের ৩১ জানুয়ারির মধ্যে ১০ টাকা ও ৫০ টাকার প্রাইজবন্ড চূড়ান্তভাবে বন্ধ হয়ে যাবে। এরপর এসব প্রাইজবন্ড আর নগদায়ন করা যাবে না। তাই উল্লেখিত সময়ের পর এসব প্রাইজবন্ডের দাবি গ্রহণযোগ্য হবে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।