যন্ত্রপাতির এলসির মেয়াদ বাড়ানো যাবে না


প্রকাশিত: ১১:০১ এএম, ১১ নভেম্বর ২০১৪

শিল্পের যন্ত্রপাতি আমদানিতে ঋণ পত্রের-এলসির মেয়াদ এক বছরের (৩৬০ দিন) বেশি দরকার হলে আমদানি সম্পন্ন করার আগেই বিনিয়োগ বোর্ড থেকে এ সংক্রান্ত অনুমোদন নিতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে এখন থেকে যন্ত্রপাতি আমদানির পর এলসির মেয়াদ বাড়ানোর আবেদন বাতিল করে দিতে পারবে কর্তৃপক্ষ।

মঙ্গলবার এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি আদেশ জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

জানা গেছে, সাধারণত শিল্পের যন্ত্রপাতি আমদানি করতে এক বছরের জন্য এলসি খোলার অনুমোদন দেওয়া আছে অনুমোদিত ডিলার-এডি ব্যাংকগুলোকে। কিন্তু অনেক এডি ব্যাংকগুলো এক বছর যেতে না যেতেই আবার নতুন করে সময় বাড়ানোর অনুরোধ নিয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের কাছে। এমন পরিস্থিতি নিরুৎসাহিত করতেই এই আদেশ জারি করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।