পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের অস্বাভাবিক দাম, সতর্ক করল ডিএসই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০০ এএম, ১৩ এপ্রিল ২০২১

প্রায় এক মাস ধরে ক্রমাগত বেড়েই চলেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দাম। প্রতিষ্ঠানটির শেয়ারের এই দামবৃদ্ধি ‘অস্বাভাবিক’ বলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।এ কারণে শেয়ারের দামবৃদ্ধির কারণ জানাতে ১১ এপ্রিল কোম্পানিটিকে নোটিশ পাঠায় ডিএসই। জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ জানিয়েছে, শেয়ারের দাম বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

এজন্য মঙ্গলবার (১৩ এপ্রিল) দেশের প্রধান ডিএসই থেকে বিনিয়োগকারীদের সতর্ক করে জানানো হয়েছে- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দাম কারণ ছাড়াই অস্বাভাবিক হারে বেড়েছে।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত ২১ মার্চ পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের প্রতিটি শেয়ার দাম ছিল ২২ টাকা। যা টানা বেড়ে ১২ এপ্রিল লেনদেন শেষে দাঁড়ায় ৩৪ টাকা। অর্থাৎ এক মাসের কম সময়ের মধ্যে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১২ টাকা বা ৫৫ শতাংশ।

এমএএস/এসএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।