ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৮ এএম, ১৩ এপ্রিল ২০২১

দ্বিতীয়বারের মতো জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন সাকিব আল হাসান। সোমবার (১২ এপ্রিল) তিনি এ সংক্রান্ত চুক্তিতে সই করেন।

বর্তমানে তিনি ক্রিকেটের জনপ্রিয় আসর আইপিএল খেলার জন্য ভারতের চেন্নাইয়ে অবস্থান করছেন। সেখান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এই চুক্তি সই অনুষ্ঠানে যোগ দেন। আগামী এক বছরের জন্য তিনি বাংলাদেশে ইয়ামাহার বিভিন্ন প্রচারণামূলক কর্মকাণ্ডে অংশ নেবেন।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে এসিআই মোটরস।

চুক্তি সই অনুষ্ঠানে এসিআই মটরসের ব্যবস্থাপনা পরিচালক ড. ফা হ আনসারী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসিআই মটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। ২০০৭ সালে এসিআই লিমিটেডের একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে এসিআই মটরসের যাত্রা শুরু। বর্তমানে সারাদেশে ইয়ামাহার ৭৭টি ৩এস ডিলার পয়েন্ট ও দুটি ফ্ল্যাগশিপ শো-রুম রয়েছে।

এসএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।