শুরু হলো এসএমই অর্থায়ন মেলা


প্রকাশিত: ০৬:৫১ এএম, ১১ নভেম্বর ২০১৪

ঢাকা: ক্ষুদ্র ও মাঝারি শিল্প-এসএমই খাতে অর্থায়ন উৎসাহিত করতে বুধবার থেকে শুরু হল অর্থায়ন মেলা। হোটেল সোনারগাঁওয়ে দুপুর সাড়ে বারোটায় এ মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।দু’দিন ব্যাপী এই মেলার আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংক ও এসএমই ফাউন্ডেশন।

মেলায় ৪২টি ব্যাংক ও ১৬টি আর্থিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। এ সময় এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ ইহসানুল করিম, কেন্দ্রীয় ব্যাংকের সহকারি মুখপাত্র এএফএম আসাদুজ্জামান, এসএমই বিভাগের মহাব্যবস্থাপক মাসুম পাটোয়ারিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মেলায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের এসএমই ঋণ প্রকল্প প্রর্দশন করার পাশাপাশি এসএমই উদ্যোক্তারা তাদের পণ্য প্রর্দশন করবে। সেখানে পণ্য বিক্রয়ও চলবে। বিদেশি ক্রেতাও বড় ক্রয় আদেশ দিতে আসবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া দুটি সেমিনারের আয়োজন করা হয়েছে। একটির বিষয় হচ্ছে, ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের জন্য ক্রেডিট গ্যারান্টি স্কিম এবং অন্যটি হচ্ছে, বাংলাদেশে এসএমই খাতের অর্থায়নে বর্তমান প্রেক্ষিত ও ভবিষ্যত করণীয়।




পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।