দর হারানোর শীর্ষে খান ব্রাদার্স পিপি


প্রকাশিত: ১১:৪২ এএম, ২৪ নভেম্বর ২০১৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার দর পতনের শীর্ষে উঠে এসেছে বিবিধ খাতের প্রতিষ্ঠান খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ দিন প্রতিষ্ঠানটির শেয়ার দর কমেছে ১৫ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত কার্যদিবস রোববার খান ব্রাদার্স পিপির শেয়ারের সমাপনী মূল্য ছিল ২৫ টাকা ৬০ পয়সা। মঙ্গলবার লেনদেন শেষে কমে দাঁড়িয়েছে ২১ টাকা ৭০ পয়সা। আজ মঙ্গলবার কোম্পানিটির শেয়ারের দর সীমা ছিল ২১ টাকা ৫০ পয়সা থেকে ২৩ টাকা ২০ পয়সা।

দর হারানোর শীর্ষে থাকা অপর ইস্যুগুলোর মধ্যে- সমতা লেদার ৯ দশমিক ২৩ শতাংশ, আইসিবি ১ম এনআরবি ৬ দশমিক ১১ শতাংশ, ইবনে সিনা ৫ দশমিক ৩৮ শতাংশ, বিকন ফার্মা ৪ দশমিক ৬৬ শতাংশ, সায়হাম কটন ৪ দশমিক ৬৩ শতাংশ, ফার্মা এইড ৪ দশমিক ৩৯ শতাংশ, শাইনপুকুর সিরামিকস ৪ দশমিক ৩৪ শতাংশ, তাল্লু স্পিনিং ৪ দশমিক ২১ শতাংশ এবং মডার্ন ডাইংয়ের দর কমেছে ৪ দশমিক ১৫ শতাংশ।

এসআই/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।