ডিএসইতে লেনদেন বেড়েছে ৩৬ শতাংশ
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমলেও বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৮৬ কোটি ২৮ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ৩৬ শতাংশ বেশি। তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক দুটোই বেড়েছে।
গত কয়েক মাস বাজার নেতিবাচক থাকায় শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারের দর অনেক নিচে নেমে গেছে। তাই বিনিয়োগকারীরা শেয়ার কিনছে। অর্থাৎ কিছুটা সমন্বয় হচ্ছে। এছাড়াও প্রধানমন্ত্রীসহ সরকারের বিভিন্ন মন্ত্রীদের ইতিবাচক বক্তব্যে টানা দরপতনের পর ঘুরে দাঁড়াচ্ছে দেশের শেয়ারবাজার।
একই সঙ্গে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এক্সপোজার লিমিটের সময় বাড়ানোর খবরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সক্রিয় হচ্ছে বাজারে। ফলে বাজারে লেনদেনের পনিমাণ বাড়ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, সোমবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট কমে ৪ হাজার ৫৮৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া শরীয়া সূচক ডিএসইএস দশমিক ৯৭ পয়েন্ট কমে ১ হাজার ১০৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৭৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে লেনদেন হয়েছে ৫৮৬ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা আগের কার্যদিবসের চেয়ে ১৫৬ কোটি টাকা বেশি। রোববার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৩০ কোটি টাকা।
সোমবার ডিএসইতে মোট ৩১৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ১৮৬ টির আর অপরিবর্তিত আছে ৩৬টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ২৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫২৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই ৫০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২২ পয়েন্টে, সিএসই৩০ সূচক ২৫ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩১৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে মোট ২৪০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৯ টির, কমেছে ১০৫টির আর অপরিবর্তিত আছে ২৬টি কোম্পানির শেয়ার দর। সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৪৫ কোটি ৬৩ লাখ টাকা।
এসআই/এসকেডি/পিআর