অবৈধভাবে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করায় ‘খাস ফুড’-কে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৮ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২১

বাধ্যতামূলক পণ্যের তালিকায় না থাকায় নিয়মানুযায়ী খেজুর, মসুর ডাল এবং মুগ ডালে মান নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআইয়ের লোগো ব্যবহার করা যায় না। তবুও ক্রেতাদের সঙ্গে প্রতারণার উদ্দেশ্যে এসব পণ্যে বিএসটিআই লাইসেন্স মানচিত্র ব্যবহার করছিল খাস ফুড নামের একটি প্রতিষ্ঠান। এ অপরাধে রাজধানীর বনশ্রী এলাকার প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিএসটিআইয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এতে সহযোগিতা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ সময় রামপুরা এলাকার আরও একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অন্য প্রতিষ্ঠানটির নাম ফারহান ফুড এন্ড বেভারেজ। বিএসটিআই সিএম লাইসেন্স ছাড়াই ড্রিংকিং ওয়াটার বাজারজাত করায় বিএসটিআই আইন-২০১৮ এর ৩১/৩১ ধারায় তাদের জরিমানা করা হয়।

অভিযানে বিএসটিআইয়ের প্রসিকিউটিং অফিসার হিসেবে দুজন ফিল্ড অফিসার (সিএম) খাইরুল ইসলাম ও খালেদ হোসেন উপস্থিত ছিলেন।

এনএইচ/এসএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।