তিন ব্রোকারেজ হাউজকে ৯ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২১

অনিয়ম করায় তিন ব্রোকারেজ হাউজকে নয় লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্রোকারেজ হাউজ তিনটি হলো- নেক্সাস সিকিউরিটিজ, এমটিবি সিকিউরিটিজ ও ফার্স্ট লিড সিকিউরিটিজ।

এর মধ্যে নেক্সাস সিকিউরিটিজ ও এমটিবি সিকিউরিটিজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেকহোল্ডার। আর ফার্স্ট লিড সিকিউরিটিজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ট্রেকহোল্ডার।

বিজ্ঞাপন

বুধবার (২৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ৭৬৩তম নিয়মিত কমিশন সভায় এই জরিমানা করা হয়েছে বলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জানিয়েছেন।

তিনি জানান, বিভিন্ন সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে নেক্সাস সিকিউরিটিজকে দুই লাখ ও এমটিবি সিকিউরিটিজকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অপরদিকে ফার্স্ট লিড সিকিউরিটিজের বিরুদ্ধে সিরাজুল হক, নাসিমা বেগম, ড. এমএ আহাদ ও আয়েশা তাসনিম ইশিতার অভিযোগের ভিত্তিতে সিকিউরিটিজ ভঙ্গ প্রমাণিত হওয়ায় হাউজটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এমএএস/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।