আর্থিক অনিয়ম : কেন্দ্রীয় ব্যাংকের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২১

অডিও শুনুন

আর্থিক অনিয়মের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। সাম্প্রতিক সময়ে কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা নানা অনিয়মের বিষয়ে অনুসন্ধান করবে এ কমিটি।

কেন্দ্রীয় ব্যাংকের একটি নির্ভরযোগ্য সূত্র বুধবার (১৭ ফেব্রুয়ারি) জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, এই কমিটির প্রধান করা হয়েছে ডেপুটি গভর্নর-৩ একেএম সাজেদুর রহমান খানকে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, নানা অভিযোগের বিষয়ে অধিকতর তদন্তের জন্য একজন ডেপুটি গভর্নরের নেতৃত্বে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটি সার্বিক বিষয়ে অনুসন্ধান করে প্রতিবেদন দেবে।

অনুসন্ধানে কোনো কর্মকর্তার বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার প্রমাণ মিললে স্টাফ আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

ইএআর/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।