রোববার লেনদেন বেড়েছে ডিএসইতে


প্রকাশিত: ১০:০৯ এএম, ০৯ নভেম্বর ২০১৪

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে বড় অংকের লেনদেন বেড়েছে। ডিএসই’তে মোট লেনদেনের পরিমাণ ৮৫৭ কোটি ৭৫ লাখ ৫৫ হাজার ২৪০ টাকা। যা আগের দিনের চেয়ে ২৩৭ কোটি ৫৭ লাখ টাকা বেশি। মোট ৩০৬টি কোম্পানির ১৯ কোটি ২৪ লক্ষ ২৫ হাজার ৯৪৮টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের ৮৬ দশমিক ৪৫ পয়েন্ট কমে ৪ হাজার ৯৩৮ দশমিক ৬৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৫১ দশমিক ৬২ পয়েন্ট  কমে ১ হাজার ৮১৫ দশমিক ৩৬ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ সূচক ২২ দশমিক ৪৪ পয়েন্ট কমে ১ হাজার ১৫৭ দশমিক ৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ৩০৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১২টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের দাম।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো-
ওয়েস্টার্ন মেরিন, কেয়া কসমেটিক্স, অ্যাপোলো ইস্পাত,  ডেসকো লিঃ,  লাফার্জ সুরমা সিমেন্ট,  আরএসআরএম স্টিল, সাইফ পাওয়ার, কেপিসিএল, শাহাজীবাজার পাওয়ার ও বাংলাদেশ বিল্ডিং সিস্টেম।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো-
ন্যাশনাল পলিমার, ওয়েস্টার্ন মেরিন, লিগেসী ফুটওয়্যার, পেনিনসুলা টেক্সটাইল, সিনোবাংলা, আনোয়ার গ্যালভানাইজিং, কেয়া কসমেটিকস, কেপিসিএল, শাহাজীবাজার পাওয়ার ও অ্যাপোলো ইস্পাত।

অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো-
আরএসআরএম স্টিল, ফারইস্ট নিটিংস, মাইডাস ফাইন্যান্স, লাফার্জ সুরমা সিমেন্ট, প্রগ্রেসিভ লাইফ, জেমীনি সী ফুড, বিআইএফসি, প্রাইম লাইফ ইন্সুঃ, বরকতউল্লাহ ইলেকট্রনিক্স ও তিতাস গ্যাস।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।