এবি ব্যাংকের নতুন ব্যাংকিং প্রোডাক্ট ‘এবি নিশ্চিন্ত’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৮ এএম, ১৩ জানুয়ারি ২০২১

‘এবি নিশ্চিন্ত’ নামে এক আকর্ষণীয় প্রোডাক্ট উন্মোচন করল এবি ব্যাংক। এর মাধ্যমে ফিক্সড ডিপোজিটের গ্রাহকরা কোনো প্রিমিয়াম দেয়া ছাড়াই মেট লাইফ থেকে ৮০ লাখ টাকা পর্যন্ত জীবন বীমা সুবিধা গ্রহণ করতে পারবেন।

ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল এক অনুষ্ঠানের মাধ্যমে এটির উদ্বোধন করেন।

এ সময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ হুসাইন, রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান আবদুর রহমানসহ অন্যান্য ডিএমডি, ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভরা উপস্থিত ছিলেন।

ইএআর/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।