প্রথম দিনেই সূচক ও লেনদেনে ধস


প্রকাশিত: ০৯:৪৭ এএম, ১৫ নভেম্বর ২০১৫

টানা ছয় কার্যদিবস দরপতনের পর বৃহস্পতিবার ঘুরে দাঁড়ালেও সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার আবারও দরপতন হয়েছে  শেয়ারবাজারে।  দিনের শুরুতে সূচক ঊর্ধ্বমুখী থাকলেও দরপতনের মধ্য দিয়ে  লেনদেন শেষ হয়েছে। দিনশেষে উভয় বাজারে সব ধরনের সূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমান।  প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমে দাঁড়িয়েছে ২২১ কোটি টাকা। যা গত সাড়ে আট মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ১৯ মার্চ ডিএসইতে ১৬৬ কোটি টাকা লেনদেন হয়েছিল।  

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩০৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৮টির দর বেড়েছে, কমেছে ১৫৮টির আর অপরিবর্তিত আছে ৪২টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট কমে চার হাজার ৪২৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া শরীয়া সূচক ডিএসইএস দুই পয়েন্ট কমে এক হাজার ৬৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দুই পয়েন্ট কমে এক হাজার ৬৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে টাকায় লেনদেন হয়েছে ২২১ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা আগের কার্যদিবসের চেয়ে ৮৩ কোটি টাকা কম। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩০৪ কোটি টাকা।

সিএসইতে সিএসসিএক্স সূচক ৩ পয়েন্ট কমে ৮ হাজার ২২৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই ৫০ সূচক দশমিক শূন্য ৮ পয়েন্ট কমে ৯৯০ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৮ পয়েন্ট কমে ১৩ হাজার ৫২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে সিএসই৩০ সূচক ৩১ পয়েন্ট বেড়ে ১২ হাজার ১৫ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক দশমিক ৮ পয়েন্ট বেড়ে ৯৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে মোট ২১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮২ টির, কমেছে ১০৬টির আর অপরিবর্তিত আছে ৩০টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৬ কোটি ৬৮ লাখ টাকা।

এসআই/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।