বেক্সিমকো সিনথেটিকের শেয়ার লেনদেন বন্ধই থাকছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৫ এএম, ২২ ডিসেম্বর ২০২০

পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো সিনথেটিকের শেয়ারের লেনদেন আরও ১৫ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। মঙ্গলবার (২২ ডিসেম্বর) থেকে এই ১৫ দিন গণনা শুরু হবে।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশে ৭ সেপ্টেম্বর থেকে কোম্পানিটির শেয়ার লেনেদেন বন্ধ রেখেছে ডিএসই।

বেক্সিমকো সিনথেটিক স্বেচ্ছায় তালিকাচ্যুত হচ্ছে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ করার সিদ্ধান্ত নেয় বিএসইসি।

১৯৯৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া বেক্সিমকো সিনথেটিক দীর্ঘদিন ধরে লোকসানে নিমজ্জিত। এ কারণে ২০১২ সালের পর থেকে কোম্পানিটি বিনিয়োগকারীদের কোন ধরনের লভ্যাংশ দেয়নি।

ডিএসইর মাধ্যমে কোম্পানিটির সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৯ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান করেছে ২ টাকা ৫ পয়সা।

এমএএস/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।