৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে আইসিবি


প্রকাশিত: ০৬:৩৩ এএম, ১০ নভেম্বর ২০১৫

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) শেয়ার হোল্ডারদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা করেছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত হয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।

কোম্পানিটি ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার প্রতি কনসোলিডেটেড আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৬৬ পয়সা। আর কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ১০ পয়সা। শেয়ার প্রতি কনসোলিডেটেড প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬৯ টাকা ২০ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬০ টাকা  ৯৪ পয়সা।

আগামী ২৬ ডিসেম্বর রাজধানীর দিলকুশায় অবস্থিত হোটেল পূর্বাণীতে সকাল সাড়ে ১০টায়  কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।

প্রতিষ্ঠানটি ১৯৭৭ সালে আইসিবি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

এসআই/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।