৯ নভেম্বর পুঁজিবাজারে তিন কোম্পানির বোর্ড সভা


প্রকাশিত: ১০:১০ এএম, ০৬ নভেম্বর ২০১৪

স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশেন-৩০ অনুযায়ী পরিচালনা পর্ষদের সভা আহ্বান করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি পদ্মা অয়েল, এটলাস বাংলাদেশ ও ইস্টার্ন লুব্রিকেন্টস। আগামী ৯ নভেম্বর এ তিন কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

 

ওই দিন বিকেল ৪টায় এটলাস বাংলাদেশ, বিকেল ৫টায় ইস্টার্ন লুব্রিকেন্টস ও সন্ধ্যা ৬টায় পদ্মা অয়েলের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

 

২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা, বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে বলে কোম্পানিগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে।

 

আগের বছর পদ্মা অয়েল বিনিয়োগকারীদের ৯০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার, এটলাস বাংলাদেশ ৫০ শতাংশ নগদ ও ইস্টার্ন লুব্রিকেন্টস ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।