স্বর্ণের দাম কমেছে
তিন সপ্তাহ যেতে না যেতেই দেশের বাজারে আবারো দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি-বাজুস। নতুন দর সোমবার (৯ নভেম্বর) থেকে কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি। এতে ভরিতে কমেছে ১ হাজার ২২৪ টাকা। রোববার বাজুসের সাধারণ সম্পাদক এনামুল হক খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের দাম হবে ৪২ হাজার ৫১৫ টাকা। বর্তমানে দাম ৪৩ হাজার ৭৪০ টাকা। সে হিসেবে ভরিতে কমেছে প্রায় ১ হাজার ২২৪ টাকা।
২১ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৪১ হাজার ৬৪০ টাকা। সোমবার থেকে হবে ৪০ হাজার ৪১৫ টাকা। অর্থাৎ কমেছে ১ হাজার ২২৪ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের নতুন দাম দাড়াবে ৩৩ হাজার ৭৬৭ টাকা। বর্তমান দাম ৩৪ হাজার ৯৯২ টাকা।
সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি সোমবার থেকে হবে ২২ হাজার ৬৮৬ টাকা। বর্তমান দাম ২৩ হাজার ৯১১ টাকা। নতুন দর কার্যকর হওয়ায় প্রতি ভরির দাম কমেছে ১ হাজার থেকে ১২শ টাকা প্রায়।
জুয়েলারি ব্যবসায়ীরা জানান, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ স্বর্ণ থাকে। অন্যদিকে সনাতন পদ্ধতির সোনা পুরোনো স্বর্ণালংকার গলিয়ে তৈরি করা হয়।
স্বর্ণের দাম বৃদ্ধি-হ্রাসের সিদ্ধান্তটি বরাবরের মতো করে আসছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে স্বর্ণের দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এসএ/এএইচ/পিআর