আশুগঞ্জে আল-আরাফাহ্ ব্যাংকের শাখা


প্রকাশিত: ১১:৩৩ এএম, ০৮ নভেম্বর ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১২৮তম শাখার কার্যক্রম শুরু হয়েছে। রোববার ব্যাংকের পরিচালক ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক আব্দুল মালেক মোল্লা। ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ঢাকা সাউথ জোনের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মজিবর রহমান। এ সময় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মো. হেদায়েত উল্লাহ খান, আজিজুর রহমান জজ মিয়া, প্রদীপ চন্দ্র সাহা এবং আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবু আসিফ আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. হাবীব উল্লাহ এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। শাখা ব্যবস্থাপক মো. ফারুক মিয়া উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে পরিচালক আলহাজ ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, শুধু আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। বরং মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য থেকেই এ ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে।

সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান আশুগঞ্জবাসীকে ইসলামী ব্যাংকিংয়ের অনন্য সেবা গ্রহণের আহ্বান জানান।

তিনি বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নতি সম্ভব। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিসেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নের সহযোগী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসএ/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।