ভিসার দুই অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৮ এএম, ১৯ অক্টোবর ২০২০

বিশ্বব্যাপী পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠান ভিসা প্রদত্ত ‘এক্সিলেন্স ইন প্রোডাক্ট ইনোভেশন’ ও ‘এক্সিলেন্স ইন প্রিপেইড কার্ড বিজনেস’ অ্যাওয়ার্ড অর্জন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল)।

রোববার (১৮ অক্টোবর) প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিক ভার্চুয়াল ভিসা কার্ড জেনারেশন এবং এই কার্ডের মাধ্যমে সর্বোচ্চ লেনদেনের স্বীকৃতি হিসেবে এ অ্যাওয়ার্ড দুটি প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ‘ভিসা লিডারশিপ কনকেভ’-এ এই পুরস্কারের ঘোষণা দেয়া হয়।

২০১৯-এর জুলাই থেকে ২০২০-এর জুন মাস পর্যন্ত ভিসার অংশীদার প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যবসায়িক পারফরম্যান্সের ভিত্তিতে ভিসা এ পুরস্কার প্রদান করেছে।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।