শেয়ার বিক্রি করবেন দুই ব্যাংকের পরিচালক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৮ এএম, ০৬ অক্টোবর ২০২০

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংকের এক উদ্যোক্তা পরিচালক এবং শাহজালাল ইসলামী ব্যাংকের এক পরিচালক তার কাছে থাকা কোম্পানির শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

শেয়ার বিক্রির ঘোষণা দেয়া মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক হলেন এ কে এম শাহেদ রেজা। আর শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক হলেন তাহেরা ফারুক।

মঙ্গলবার (৬ অক্টোবর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে এই দুই পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

সিএসই জানিয়েছে, বিদ্যমান বাজারদরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই দুই উদ্যোক্তা ঘোষণা দেয়া শেয়ার বিক্রি করবেন।

মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক এ কে এম শাহেদ রেজা ব্যাংকটির ১৫ লাখ শেয়ার বিক্রি করবেন। বর্তমানে তার কাছে মার্কেন্টাইল ব্যাংকের চার কোটি ৯৮ লাখ ৮৪ হাজার ৬৯৭টি শেয়ার আছে।

অপরদিকে তাহেরা ফারুকের কাছে শাহজালাল ইসলামী ব্যাংকের তিন কোটি ১৩ লাখ ৪৯ হাজার ১৪১টি শেয়ার আছে। এর মধ্য থেকে তিনি ১০ লাখ শেয়ার বিক্রি করে দেবেন।

এমএএস/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।