মার্কেন্টাইল ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ


প্রকাশিত: ১১:৩৫ এএম, ০৫ নভেম্বর ২০১৪

সুশাসনের ঘাটতি, আর্থিক অনিয়ম এবং ঝুঁকি ব্যবস্থাপনায় দূর্বলতা পরিলক্ষিত হওয়ায় বেসরকারি খাতের মার্কেন্টাইল ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মাসুদ বিশ্বাসকে বুধবার পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান জাগোনিউজকে জানান, ব্যাংক পরিচালনায় সুশাসনের অভাব, ক্রমাগত আর্থিক সূচকে অবনতি এবং ঝুঁকি ব্যবস্থাপনায় দূর্বলতা পরিলক্ষিত হওয়ায় ব্যাংক কোম্পানি আইন ৪৯ (১) এর দফা-গ এর উপদফা (আ) অনুযায়ী মাসুদ বিশ্বাসকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সূত্র বলছে, আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আব্দুল জলিল এই ব্যাংকের প্রতিষ্ঠাতা। তবে তার মৃত্যুর পর ব্যাংকটিতে ব্যাপক অব্যবস্থাপনা দেখা দেয়। পর্ষদ সভায় বহিরাগতদের উপস্থিতি হাতে নাতে ধরে বাংলাদেশ ব্যাংক। ওই ঘটনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে কারণ দর্শাও নোটিশও দেয় কেন্দ্রীয় ব্যাংক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।