প্রথমবারের মতো কেন্দ্রীয় ব্যাংকে যাচ্ছেন মুহিত


প্রকাশিত: ১০:৫৩ এএম, ০৫ নভেম্বর ২০১৪

বাংলাদেশ ব্যাংক পরিদর্শনে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আগামী ১১ নভেম্বর তিনি বাংলাদেশ ব্যাংক পরিদর্শন করবেন বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক সূত্র।

সূত্র বলছে, মুহিত দু`দফা আওয়ামী সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করলেও কেন্দ্রীয় ব্যাংক পরিদর্শন করেননি। এছাড়া কোন অনুষ্ঠানেও যোগ দেননি।

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সহকারি মুখপাত্র এএফএম আসাদুজ্জামান বুধবার জাগোনিউজকে বলেন, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংক পরিদর্শন করবেন। তিনি দু`দফা সরকারের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও এটিই তার প্রথম পরির্দশন।

পরিদর্শনেরর পাশাপাশি তিনি ওই দিন একটি অনুষ্ঠানেও যোগ দেবেন বলে জানান তিনি।

সূত্র মতে, বাংলাদেশ ব্যাংক ও গভর্নর ড. আতিউর রহমানের তীব্র সমালোচনা করে থাকেন মুহিত। তিনি বাংলাদেশ ব্যাংকের দক্ষতা নিয়ে সংবাদ মাধ্যমের সামনে সরাসরি কথা বলেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।