নতুন বাংলাদেশিরা সহজে কৃষি ঋণ পাবেন


প্রকাশিত: ০২:০৭ পিএম, ০৩ নভেম্বর ২০১৫

নতুন বাংলাদেশিদের সহজে কৃষি ঋণ বিতরণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এক আদেশে তফসিলি ব্যাংকগুলোকে একথা জানিয়েছে।

এতে বলা হয়, অধুনালুপ্ত ১১১ ছিটমহলবাসীর জমির মালিকানা চূড়ান্ত না হওয়া পর্যন্ত জমির মালিকের ছবিসহ জমির মালিকানা বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাব রেজিস্ট্রার ইস্যু করা প্রত্যয়ণপত্রে কৃষি ঋণ বিতরণ করা যাবে। এছাড়া জমির মালিকানা নিষ্পত্তি না হলে একাধিক কৃষকের দলকে গ্রুপ ভিত্তিক ঋণ দেয়া যাবে।

এসএ/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।