গ্রামীণফোন স্টার গ্রাহকদের জন্য বিমানে বিশেষ ছাড়


প্রকাশিত: ০৯:৫৪ এএম, ০১ নভেম্বর ২০১৫

গ্রামীণ ফোনের স্টার গ্রাহকরা এখন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ভ্রমণে পাচ্ছেন ১০ শতাংশ ছাড় । রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সঙ্গে চুক্তি করেছে গ্রামীণফোন।

সম্প্রতি গ্রামীণফোনের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন কমার্শিয়াল ডিভিশনের প্রোডাক্ট ডিপার্টমেন্টের ডিরেক্টর হাসিবুল হক ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন  সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর মো. শাহ নেওয়াজ। আগামী নভেম্বর ও ডিসেম্বর দুমাস এ অফারটি বহাল থাকবে।  

অফারটি উপভোগ করতে ভ্রমনের অন্তত একদিন আগে গ্রাহককে টিকেট বুকিং দিতে হবে। গ্রাহককে তার পছন্দমতো বিমানের কার্যালয় নির্বাচন করে নির্দিষ্ট কোড এসএমএস করতে হবে। যেমন মতিঝিলের জন্য টাইপ করতে হবে ‘এম, বনানীর জন্য ‘বি’, চট্টগ্রামের জন্য ‘সি’, কক্সবাজারের জন্য ‘সিওএক্স’, সিলেটের জন্য ‘এস’, সৈয়দপুরের জন্য ‘এসএ’,  রাজশাহীর জন্য ‘আর’, বরিশালের জন্য ‘বিএ’ ও  যশোরের জন্য ‘জে’।

উদাহরণস্বরূপ, বিমান বাংলাদেশের মতিঝিল কার্যালয় থেকে টিকেট বুকিং দিতে স্টার গ্রাহকদেরকে এসএমএসে এম লিখে  ৯০০০ নাম্বারে পাঠাতে  হবে।  

আরএম/জেডএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।