লভ্যাংশ দেবে একটি, না দেয়ার সিদ্ধান্ত ৫ মিউচুয়াল ফান্ডের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৩ পিএম, ১৬ আগস্ট ২০২০

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচটি মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে একটি মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মিউচুয়াল ফান্ডগুলোর কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে রোববার (১৬ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।

লভ্যাংশ ঘোষণার কারণে আজ মিউচুয়াল ফান্ডগুলোর দাম বাড়ার ক্ষেত্রে কোনো সীমা থাকবে না। অর্থাৎ ইউনিটের দাম যতখুশি বাড়তে পারবে। তবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বেঁধে দেয়া সীমার নিচে দাম কমতে পারবে না।

লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নেয়া মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে রয়েছে-এশিয়ান টাইগার সন্ধানী লাইফ, পিএইচপি ফার্স্ট, ছবি ব্যাংক ফার্স্ট, ইবিএল এনআরবি এবং পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

অপরদিকে লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়া মিউচুয়াল ফান্ডটি হলো গ্রামীণ ওয়ান : স্কিম ওয়ান। এই ফান্ডটির ট্রাস্টি ইউনিট হোল্ডারদের ৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ সেপ্টেম্বর।

এমএএস/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।