আজ শেয়ারবাজারে লেনদেন বন্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৭ এএম, ১১ আগস্ট ২০২০

হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে আজ মঙ্গলবার দেশের পুঁজিবাজার লেনদেন বন্ধ রয়েছে। নিয়ম অনুযায়ী, সব ধরনের সরকারি ছুটির দিন শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকে। আর প্রতি বছরই জন্মাষ্টমীতে সরকারি ছুটি থাকে। যে কারণে শেয়ারবাজারে লেনদেনও বন্ধ থাকে এদিন।

বরাবরের মতো এবারও জন্মাষ্টমীর দিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ শেয়ারবাজারে লেনদেন বন্ধ রাখাসহ সকল কার্যক্রম বন্ধ রেখেছে।

এ বিষয়ে ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান বলেন, ‘সবসময় সরকারি ছুটির দিন শেয়ারবাজার বন্ধ থাকে। সে কারণে আজ শেয়ারবাজার বন্ধ রয়েছে। আগামীকাল ১২ আগস্ট থেকে আগের নিয়মে পুঁজিবাজারে লেনদেন হবে।’

এমএএস/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।