উৎপাদনের এক যুগ পার করল আকিজ সিমেন্ট
গুণগত মান ও উৎকৃষ্ট গ্রাহক সেবার এক যুগ পার করল আকিজ সিমেন্ট। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন বললেন, বিশ্বের সর্বশেষ প্রযুক্তি ও আধুনিক উৎপাদন ব্যবস্থাপনার মাধ্যমে স্থানীয় ভাবে আন্তজার্তিক মানসম্পন্ন সিমেন্ট বাজারজাত করেছে আকিজ সিমেন্ট।
সোমবার আকিজ গ্রুপের করপোরেট অফিসে আয়োজিত এক সংবাদ মাধ্যমে আকিজ সিমেন্টের এক যুগ পূর্তির কথা জানান তিনি। ২০০২ সালে আকিজ সিমেন্ট বাজারে নিয়ে আসে আকিজ গ্রæপ। বর্তমানে দেশের সিমেন্টের বাজারের সাড়ে ৪ শতাংশ দখল করে নিয়েছে প্রতিষ্ঠানটি।
বশির উদ্দিন বলেন, ক্রেতা ও আর ভোক্তাদের আস্থা আকিজ সিমেন্টের প্রাণ। গ্রাহকের আস্থার নাম হয়ে দাড়িয়েছে আকিজ সিমেন্ট। কারণ আমরা আন্তজার্তিক মানের পণ্য স্থানীয় ভাবে উৎপাদন করে যাচ্ছি।
তিনি আরো বলেন, উৎপাদন, উপকরণ ও বিপনন প্রতিটি ধাপে সর্বশেষ প্রযুক্তির ব্যবহার যেমন হচ্ছে। তেমনি পরিবেশগত ঝুকিও বিবেচনায় নিয়ে উৎপাদন করা হচ্ছে। আগের থেকে ৪১ শতাংশ কার্বন নিঃসরণ কমিয়ে আকিজ সিমেন্ট।
সংবাদ সম্মেলনে আকিজ গ্রæপের নির্বাহী পরিচালক বদরুজ্জামান চৌধুরি ও সহকারি মহাব্যবস্থাপক পেয়ার আহমেদ তুষার উপস্থিত ছিলেন।