এসআইবিএল-এ অ্যাকাউন্ট খুললেই ক্যাশব্যাক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:৫৩ পিএম, ০৪ জুলাই ২০২০

সোশ্যাল ইসলামী ব্যাংকের দেশব্যাপী বিস্তৃত যেকোনো শাখা, উপশাখা এবং এজেন্ট ব্যাংকিং আউটলেট-এ সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব অথবা নোটিশ ডিপোজিট এর যেকোনো একটি অ্যাকাউন্ট খুললেই হিসাবধারী তার ঐ নির্ধারিত অ্যাকাউন্টে তাৎক্ষণিকভাবে ১০০ টাকা ক্যাশব্যাক পাবেন।

‘১-এ ১০০’ নামে এসআইবিএল-এর এই ক্যাম্পেইনটি ৩০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত চলবে।

এছাড়া নতুন এই ক্যাম্পেইনের আওতায় হিসাব খোলার সাথে সাথেই হিসাবধারী তাৎক্ষণিকভাবে একটি ডেবিট কার্ড এবং ইন্টারনেট ব্যাংকিং সুবিধা পাবেন।

করোনা মহামারির এই দুঃসময়ে মানুষের ব্যয় সংকোচন করে সঞ্চয়ে উদ্বুদ্ধ করে তুলতেই সোশ্যাল ইসলামী ব্যাংক এই উদ্যোগ নিয়েছে।

এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।