ট্যানারি শিল্প স্থানান্তরে ঋণ নীতিমালা শিথিল


প্রকাশিত: ০৩:৫৪ এএম, ০৩ নভেম্বর ২০১৪

ট্যানারি শিল্প সাভারে স্থানান্তরের কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদের ঋণ সংক্রান্ত সমস্যা সমাধানে ব্যাংকগুলোর জন্য কিছু নীতিমালা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক।

নতুন নীতিমালা অনুযায়ী এখন ব্যাংকগুলো সাভারের চামড়া শিল্পনগরীতে স্থানান্তরিত বা স্থানান্তরাধীন ট্যানারিগুলোর অনিয়মিত ঋণ ব্লক একাউন্টে স্থানান্তর করতে পারবে। তাছাড়া মরেটরিয়াম সুবিধা প্রদান ও নমনীয় পরিশোধসূচি নিরূপণও করতে পারবে ব্যাংকগুলো।

রোববার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপণের কপি ইতোমধ্যেই সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, এসব সুবিধা পেতে আগামী ৬ মাসের মধ্যে ঋণ গ্রহীতাকে ট্যানারি কারখানা সাভারের চামড়া শিল্পনগরীতে ̄স্থানান্তরের বা স্থানান্তর কার্যক্রম শুরু করতে হবে এবং এর স্বপক্ষে প্রমাণাদি ও প্রাসঙ্গিক কাগজাদিসহ সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করতে হবে। ট্যানারি কারখানা স্থানান্তরের বা স্থানান্তর কার্যক্রমের সার্বিক অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট ব্যাংকের সন্তুষ্টি সাপেক্ষে এ সুবিধাদি প্রযোজ্য বিবেচিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

যে সব ট্যানারির বিরুদ্ধে মামলা রয়েছে সেগুলো সোলেনামার ভিত্তিতে নিষ্পত্তি করা যেতে পারে। স্থানান্তরিত বা স্থানান্তরাধীন ট্যানারিগুলোর যেসব ঋণ হিসাব ইতোমধ্যে পুনঃতফসিলকরণ হয়েছে সেসব ঋণ হিসাবের জন্যও এ সুবিধা প্রযোজ্য বিবেচনা করা যাবে বলেও প্রজ্ঞাপণে বলা হয়েছে।

জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঋণ পরিশোধের জন্য ব্যাংকগুলো ট্যানারিগুলোকে এক বছরের মরেটরিয়াম সুবিধা প্রদান ও পরবর্তী সর্বোচ্চ ৮ বছর পরিশোধের সময় বেঁধে দিতে পারবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।