কিশোরগঞ্জে নির্মাণ করা হবে আধুনিক সিরামিক ফ্যাক্টরি


প্রকাশিত: ০১:০৫ পিএম, ২৪ অক্টোবর ২০১৫

বেসরকারি খাতে ছেড়ে দেয়া কিশোরগঞ্জের কালীয়াচাপড়া চিনিকলের জমিতে একটি আধুনিক সিরামিক ফ্যাক্টরি নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ।

তিনি বলেন, খুব শিগগিরই এখানে একটি আধুনিক সিরামিক ফ্যাক্টরি উদ্বোধন করা হবে। আর এটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত সংবর্ধনা ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

কিশোরগঞ্জ চেম্বারের সভাপতি বাদল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, এফবিসিসিআইয়ের পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা, বাণিজ্য মন্ত্রণালয়ের পরিচালক ও যুগ্ম-সচিব মো. আব্দুল মান্নান, গাজী গ্রুপের এমডি গাজী গোলাম আশফিয়া প্রমুখ।

পরে ব্যবসায়ীদের হাতে প্রশিক্ষণ সামগ্রী তুলে দেন ব্যবসায়ী আবদুল মাতলুব আহমাদ।

নূর মোহাম্মদ/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।